আমিরাতের বিপক্ষেও আগ্রহের কমতি নেই দর্শকদের
অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আজ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আইসিসির সহযোগী এ দেশের বিপক্ষে ম্যাচটিকে অনেক গুরুত্বের সঙ্গিই নিচ্ছে টাইগাররা। গুরুত্বের সঙ্গে নিচ্ছে বাংলার দর্শকরাও। আমিরাতের বিপক্ষে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। অথচ এই ম্যাচটি দেখার জন্য বিকাল থেকেই সাধারণ দর্শকরা স্টেডিয়ামে প্রবেশের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
বরাবরের মত এদিনও স্টেডিয়ামের আশে-পাশে গড়ে উঠেছে ভাসমান বেশকিছু দোকান। বাংলাদেশের পতাকা, জার্সি, ব্যান্ড, ব্রেসলেট জাতীয় দ্রব্যসহ নানা রকম পণ্য বিক্রয় করছেন তারা। আর ক্রিকেট ভক্তরা তা কিনে নিচ্ছেন হাসিমুখেই। অনেকেই বাংলাদেশের পতাকা শরীরের একে নিচ্ছেন, কেউ বা আঁকছেন বাঘের প্রতিকৃতিও।
খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। আর স্টেডিয়ামে ঢোকার গেট সাড়ে পাঁচটায় খুললেও অনেক আগে থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন বিপুল পরিমাণ দর্শক। এছাড়াও অনেকে রাস্তার আশেপাশে ছন্নছাড়া ভঙ্গীতেও ঘুরে বেড়াচ্ছেন।
এদিকে এশিয়া কাপকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বিপুল সংখক র্যাব, পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেডিয়ামের চারদিকে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় হারে অনেকটাই কোণঠাসা বাংলাদেশ। তাই টুর্নামেন্টে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের কোন বিকল্প নেই মাশরাফিদের সামনে। অপরদিকে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছে আমিরাত। বাছাই পর্বে আফগানিস্তান, হংকং ও ওমানের দলকে সহজেই হারিয়েছে তারা। কিছুদিন আগে আয়ারল্যান্ডকে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দলটি। তাই আমিরাতের বিপক্ষে টাইগাররা কঠিন প্রতিরোধের মুখেই পড়তে যাচ্ছেন বলে মনে করছেন অনেকেই।
আরটি/আইএইচএস/এবিএস