সোমালিয়ায় হোটেলে হামলায় নিহত ৯


প্রকাশিত: ০৬:১৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। সোমালি ইয়ুথ লিগ নামের ওই হোটেলের সামনে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানোর পর হামলাকারীরা সেখানে প্রবেশ করে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলে হামলার পাশাপাশি দেশটির পিস গার্ডেন নামে জনপ্রিয় একটি পার্কেও বিস্ফোরণ হয়েছে। পুলিশ বলছে, চার জঙ্গি গুলিতে নিহত হওয়ার পর হামলা বন্ধ হয়েছে।

জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী আল-শাবাব সোমালিয়া ও কেনিয়ায় সশস্ত্র হামলা চালিয়ে আসছে। শুক্রবার সন্ধায় ওই হোটেলে হামলার পর গোলাগুলির শব্দ শোনা গেছে বলে বিবিসির সংবাদদাতা ইব্রাহিম এডেন জানান।

তিনি বলেন, প্রথম গাড়ি বোমা বিস্ফোরণের ৪০ মিনিট পর একই ধরনের আরেকটি বিস্ফোরণ হয়েছে। জঙ্গিগোষ্ঠী আল-শাবাব ওই হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে বলে বিবিসিকে জানিয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।