পাকিস্তানের সম্ভাব্য একাদশ
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা পাকিস্তান। আজ সহজ প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে শহিদ আফ্রিদির দল। ফাইনালে উঠতে হলে আজ জিততে হবে তাদের। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙ্গা টিভি ও স্টার স্পোর্টস-১।
অপরদিকে এবার এশিয়া কাপে প্রথমবারে মতো অংশ নিচ্ছে আরব আমিরাত। প্রথম দুই ম্যাচে হারলেও দলটির বোলিং আলাদাভাবে নজর করেছে। টানা দুই ম্যাচ হেরে দলটির সামনে ফাইনালে যাওয়ার আর কোনো সুযোগ নেই। বাকি দু-ম্যাচ তাদের স্রেফ নিয়ম রক্ষার। তবে পাকিস্তান চাইবে বড় ব্যবধানে জিতে রান রেট বাড়িয়ে নিতে।
খেলা শুরুর আগে চলুন দেখে নিই কেমন হতে পারে পাকিস্তানের একাদশ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ :
১. মোহাম্মদ হাফিজ
২. শারজিল খান
৩. শোয়েব মালিক
৪. উমর আকমল
৫. ইমাদ ওয়াসিম
৬. শহিদ আফ্রিদি
৭. সরফরাজ আহমেদ
৮. ওয়াহাব রিয়াজ
৯. মোহাম্মদ সামি
১০. মোহাম্মদ আমির
১১. মোহাম্মদ ইরফান।
এআরএস/এমএস