নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
নেত্রকোনা শহরের বড় স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ৭৭৭ নং হাওর এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা বড় স্টেশন থেকে মোহনগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ছাড়লে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ জানায়, নিহত নারীর মরদেহ ময়মনসিংহ রেলওয়ে থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
কামাল হোসাইন/এফএ/এসএস/আরআইপি