১৯২ গার্মেন্টস শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবি
অবিলম্বে আশুলিয়া ডুকাটি এ্যাপারেলস লিমিটেডে বেআইনিভাবে চাকরিচ্যুত ১৯২ জন শ্রমিককে চাকুরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
পাশাপাশি ট্রেড ইউনিয়ন বিরোধী অপতৎপরতা বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, ট্রেড ইউনিয়ন করার অধিকার শ্রমিকদের মৌলিক অধিকার পাশাপাশি আইনি অধিকার হবার পরও গার্মেন্টস সেক্টরে অহরহ এ অধিকার লঙ্ঘন করা হচ্ছে।
তারা বলেন, কারখানাটিতে কর্তৃপক্ষের পক্ষ অবলম্বন করে শিল্প পুলিশরা শ্রমিকদের মামলার ভয় দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর দিতে বাধ্য করে। পাশাপাশি মালিকপক্ষ ১৯২ জন শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুত করে।
ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সভাপতি কামরুল হাসান, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এম দেলোয়ার হোসেন ও শ্রমিক নেত্রী সাদিয়া পারভিন প্রমুখ।
এএস/জেএইচ/পিআর