শিশুসাহিত্য পুরস্কার পেলেন পলাশ মাহবুব


প্রকাশিত: ০৫:১১ এএম, ০২ মার্চ ২০১৬

এসিআই ফান কেক-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুব। অমর একুশে বইমেলায় পাঞ্জেরি প্রকাশনী থেকে প্রকাশিত ‘মা করেছে বারণ’ গ্রন্থের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়।
 
এ বছর আরও পুরস্কার পেয়েছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আলী ইমাম, জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক এবং ছড়াকার মামুন সারওয়ার।

বইমেলার শেষদিন বাংলা একাডেমি প্রাঙ্গন থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান এবং বিশিষ্ট শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন।

পরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।