পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে আসাদুর রহমান (১৮) নামে এক চালক মারা গেছেন। বুধবার দুপুরে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহূরীজোত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুর রহমান ওই ইউনিয়নের বিরাজোত এলাকার আফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ট্রাক্টর চালক আসাদুর ভজনপুরের সাড়ে নয়মাইল এলাকায় জমি হালচাষ করার জন্য ট্রাক্টর নিয়ে যাচ্ছিল। এ সময় মুহূরীজোত এলাকায় আঁকাবাঁকা রাস্তায় মোড় ঘুরাতে গিয়ে পাশের পুকুরে ট্রাক্টরটি উল্টে যায়। এক পর্যায়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাতমেরা ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রধান ট্রাক্টর উল্টে চালক আসাদুর রহমান মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সফিকুল আলম/এসএস/এবিএস