ববিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ : আহত
বরিশাল নগরীর পুলিশ লাইন রোড এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ৯ রাউন্ড শটগানের ফাঁকা গুলি নিক্ষেপ এবং লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ ৪ ছাত্রকে আটক করেছে।
বুধবার দুপুর সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই সত্যরঞ্জন, কনস্টেবল ফিরোজ ও আরাফাত।
ঘটনাস্থল থেকে হামলাকারী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র আবিদ হোসেন, ব্যবস্থাপনা বিভাগের ছাত্র আশিষ ঢালী ও ইসমাইল সরদার এবং আইন বিভাগের ছাত্র লুৎফর রহমানকে আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গোলাম রউফ খান জানান, সম্প্রতি পুলিশ লাইন রোড এলাকার খাবার হোটেল হট প্লেটের কর্মচারী সজীব অপর কর্মচারী জামালের মোবাইল চুরি করে। বিষয়টি জামাল হোটেল মালিক কামরুল আহসান মাহাবুব রুমিকে অবহিত করে।
বুধবার দুপুরে মোবাইল চুরির বিষয়টি নিয়ে সজীবকে চড়থাপ্পড় দেয় হোটেলের অন্যরা। এতে সজীব ক্ষিপ্ত হয়ে বরিশাল জিলা স্কুল কলেজ ভবনে ববির অস্থায়ী ক্যাম্পাসে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নালিশ জানায়।
শিক্ষার্থীরা সজীবের কথায় বিশ্বাস স্থাপন করে হটপ্লেটে হোটেল গিয়ে মালিকের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে শিক্ষার্থীরা হোটেল ভাঙচুরের চেষ্টা চালায়। এসময় পুলিশের উপ-কমিশনার ওই স্থান দিয়ে যাচ্ছিলেন। তিনি পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে শতাধিক শিক্ষার্থী এসে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের এসআই সত্যরঞ্জন, কনস্টেবল ফিরোজ ও আরাফাত আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ১১ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৯ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।
ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে আটক করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাইফ আমীন/ এমএএস/এবিএস