মিরপুরে ১০ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০২ মার্চ ২০১৬

কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা নিজেদের প্রত্যাহার করে নেন।

চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত স্বতন্ত্র আব্দুল কুদ্দুস, ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী নূরুল ইসলাম, পোড়াদহে আওয়ামী লীগের বিদ্রোহী বেনজীর আহমেদ, ছাতিয়ানে বিএনপির বিদ্রোহী মিজানুর রহমান, আব্দুর রশিদ, সদরপুরে আওয়ামী লীগের বিদ্রোহী মাজেদুর আলম বাচ্চু ও আশরাফুল ইসলাম, আমবাড়ীয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী হাসান আলী, বহলবাড়ীয়ায় বিএনপির বিদ্রোহী সাইদুর রহমান, স্বতন্ত্র মওদুদ আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৩ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

আল-মামুন সাগর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।