সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের প্রশংসা কেরির


প্রকাশিত: ০৩:১৫ এএম, ০৩ মার্চ ২০১৬

সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ের প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সম্প্রতি ফাতায় মাদক উচ্ছেদ অভিযানে দুই পাকিস্তানি কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার পেশোয়ারের মার্কিন দূতাবাসে নিহত কর্মকর্তাদের স্মরণ করে তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে দেশটির এই  লড়াইয়ের কারণে তাদের ভবিষ্যত আরো উন্নত হবে।

তিনি আরো বলেন, ‘তাদের মৃত্যু একই সঙ্গে পাকিস্তান এবং আমেরিকার প্রতি সাহস এবং অঙ্গিকার প্রদর্শনের এক পরীক্ষা ছিল।’

এই মহৎ ব্যক্তিরা  পাকিস্তানের জন্য আরো স্থিতিশীল, নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যত তৈরির জন্য যুদ্ধ করেছেন বলেও উল্লেখ করেন কেরি।

মোহমান্দ এজেন্সির আম্বার তেহসিলে পাকিস্তানের এন্টি-সারকোটিক্স ফোর্সের (এএনএফ) বিরুদ্ধে হামলায় দু’দেশের দূতাবাসের কর্মী এবং বেশ কয়েকজন পাকিস্তানি সেনার মৃত্যুর কথা উল্লেখ করে কেরি বলেন, ‘এই আকস্মিক হামলা আমাদের এটা মনে রাখতে বাধ্য করবে যে, বিশ্বব্যাপী আমাদের কূটনীতিক এবং স্থানীয় কর্মীদের প্রতিটা দিনই ঝুঁকিপূর্ণ।’

তিনি সেনাদের হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত এবং অপরাধীদের বিচারে মার্কিন সহায়তার আশ্বাসও প্রদান করেছেন।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।