সিলেটে বনফুলসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
সিলেট নগরীর রিকাবীবাজারে ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযানে বনফুলসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়।
অভিযানে রিকাবীবাজারের হযরত শাহজালাল পোল্ট্রিকে দুই হাজার টাকা, মডার্ন সুরমা বেকারিকে চার হাজার টাকা, বনফুলকে পাঁচ হাজার টাকা, নূরানী রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা ও কোয়ালিটি ড্রাগ হাউজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এসব ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওজনে কারচুপি, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং লেভেলে মূল্য ও মেয়াদ না থাকাসহ বিভিন্ন অভিযোগে জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযানে অংশ নেন জেলা বাজার কর্মকর্তা শাহ মো. মুর্শেদ কাদির ও এসএমপির পুলিশ সদস্যরা।
ছামির মাহমুদ/এআরএ/পিআর