টাইগারদের মোহাম্মদ আমিরের অভিনন্দন
মিরপুরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করায় অভিনন্দনে ভাসছে বাংলাদেশ দল। এবার টাইগারদেরকে অভিনন্দন জানালেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।
ম্যাচ জয়ের পর “ টাইগার্সরা এখন ফাইনালে! আর এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবচাইতে বেশি প্রতিজ্ঞাবদ্ধ’’ এমন একটি স্ট্যাটাস সাকিব তার ফেসবুক পেইজে পোস্ট করেন। এই পোস্টের নিচে মোহাম্মদ আমির বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘গুড উইন...কংগ্রাটস বাংলাদেশ’।
মোহাম্মদ আমিরের এই কমেন্টে এ পর্যন্ত তিন হাজার ফেসবুক ব্যবহারকারী লাইক দিয়েছেন এবং রিপ্লাই দিয়েছেন সাতশ জন।
এআরএস/পিআর