দুমাসে ২০ বার হার্ট অ্যাটাক!


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৩ মার্চ ২০১৬

শিশুটির বয়স মাত্র ৪ মাস। এরই মধ্যে দু`মাসে ২০ বার হার্ট অ্যাটাক আক্রান্ত হয়েছেন। প্রতি মুহূর্তে কাটছে জীবন সংকটের মধ্য দিয়ে। ভারতের মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা অদিতি। চিকিৎসকরা বলছেন, শিশুটির হার্টের অবস্থা অত্যন্ত খারাপ। তবে স্বাভাবিক জীবনে ফিরতে শিশুটির ৮-৯ মাস সময়ের প্রয়োজন হতে পারে।

জন্মের পর থেকেই বিরল হৃদরোগে আক্রান্ত হয়েছেন ছোট্ট অদিতি। চিকিৎসকরা বলছেন, রোগটির নাম অ্যানোমেলাস লেফট করোনারি আর্টারি ফ্রম পালমোনারি আর্টারি। এই রোগে আক্রান্তদের হার্টে রক্ত চলাচল উল্লেখযোগ্য পরিমাণে কম হয়। ফলে বারবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়।

বর্তমানে ভারতের প্রায় ৩ লাখ শিশু এ হৃদরোগে আক্রান্ত। শিশুটিকে বাঁচাতে শিগগিরই অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গত জানুয়ারিতে অদিতির হার্টের এ সমস্যা প্রথম ধরা পড়ে। তখন তার বয়স মাত্র ২ মাস। অদিতির মা প্রীতি গিলবিল জানান, কয়েকদিন ধরেই দেখছিলাম অদিতির খুব কষ্ট হচ্ছে। শ্বাস নিতে গিয়ে মুখ বিকৃত হয়ে যাচ্ছে। শ্বাস নেওয়ার সময় আওয়াজ হচ্ছে। পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে এ মারাত্মক রোগটি ধরা পড়ে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।