আমিরাতকে বড় ব্যবধানে হারাল ভারত


প্রকাশিত: ০৪:২২ পিএম, ০৩ মার্চ ২০১৬

লক্ষ্য মাত্র ৮২ রান। এই রান টপকাতে ভারতের খুব বেশি যে বেগ পেতে হবে না সেটা জানাই ছিল। হলোও না। আরব আমিরাতের বোলারদের বিপক্ষে মাত্র ১০.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেলো ভারত, তাও মাত্র ১ উইকেট হারিয়ে। ৯ উইকেটের বিশাল জয় নিয়ে ফাইনাল খেলার ড্রেস রিহার্স্যাল করে নিল মহেন্দ্র সিং ধোনিরা।

৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই মারমুখি ভারত। দুই ওপেনার রোহিত শর্মা আর শিখর ধাওয়ান মিলে ৪৩ রানের জুটি গড়েন ৫.৫ ওভারে। এর মধ্যে ২৮ বলই খেলেন রোহিত শর্মা এবং এই ২৮ বলে ৩৯ রান করে আউট হন তিনি। ৭টি বাউন্ডারির সঙ্গে ছিল একটি ছক্কার মার।

রোহিত আউট হয়ে গেলেও বাকি কাজ সারতে শিখর ধাওয়ান এবং যুবরাজ সিংয়ের খুব বেশি সময় লাগলো না। ১৬ রানে ধাওয়ান এবং ১৪ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন যুবরাজ সিং। আরব আমিরাতের পক্ষে একমাত্র উইকেটটি নেন কাদির আহমেদ। এই পরাজয়ের ফলে আরব আমিরাত ৪ ম্যাচের সবগুলোতেই হারলো এবং ভারত সবগুলোতেই জিতল।

আইএইচএস/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।