সেই রমিজ রাজার মুখে বাংলাদেশের প্রশংসা


প্রকাশিত: ০৬:২৮ এএম, ০৪ মার্চ ২০১৬

বিতর্কিত মন্তব্য করে সব সময় সংবাদের শিরোনাম হতে পছন্দ করেন। তার বেশিরভাগ বিতর্কিত মন্তব্য যদিও বাংলাদেশ সম্পর্কিত। স্পষ্ট করে বলতে গেলে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটার সম্পর্কিত। তবে এবার আর আগের পথে হাঁটলেন না রমিজ রাজা। এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠায় বাংলাদেশের প্রশংসা করলেন বিতর্কিত এই ধারাভাষ্যকার।

ম্যাচ শেষে টুইটারে বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করে রমিজ রাজা বলেন, বাংলাদেশের একটি অসাধারণ ও অনমনীয় পারফরম্যান্স। সেরা দুটি দল ফাইনালে পৌঁছেছে। এতে কোন সন্দেহ নেই।

romij-raja

রমিজ রাজা আরেকটি টুইট করে বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে তাদের জয় এখন আর অপ্রত্যাশিত সাফল্য নয়। তারা ধারাবাহিকভাবে উচ্চ পর্যায়ে পারফর্ম করছে।

এর আগে পিএসএলে রমিজের ভুলে বিব্রত হন সাকিব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ সেরার নাম নিতে গিয়ে সাকিবের পরিবর্তে ভুল করে সিমন্সের নাম বলে এই ধারাভাষ্যকার। আর তামিমের দ্বিতীয় ম্যাচে সবাইকে অবাক করে দিয়ে রমিজ তামিমের কাছে প্রশ্ন রাখেন, ‘আমি তো তোমার ভাষা জানি না, ইংরেজি কি চলবে ? নাকি... ?’

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।