ছুটির দিনে আইসিটি এক্সপোতে উপচে পড়া ভিড়
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিনদিন ব্যাপী বাংলাদেশ ডিজিটাল আইসিটি এক্সপো ২০১৬। শুক্রবার মেলার দ্বিতীয় দিন সরকারি ছুটির দিন হওয়ায় দিনভর জমজমাট ছিল মেলা প্রাঙ্গণ। এছাড়া বিকেলে প্রযুক্তি প্রেমিদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মেলা ঘুরে দেখা যায়, ক্রেতাদের বেশি আগ্রহ ল্যাপটপ ও ট্যাবলেটে। এছাড়া স্মার্টফোনেও চাহিদা রয়েছে। আর চাহিদা বুঝে দেশি মোবাইল ব্যান্ড ওয়ালটন তাদের স্মার্টফোনে দিচ্ছে ২০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। সঙ্গে রয়েছে ৩০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
দেশের আরেক ব্যান্ড সিম্ফনি মেলা উপলক্ষে ৫টি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। এছাড়া প্রতিষ্ঠানটি তাদের পুরাতন মডেলের ফোনে দিচ্ছে ৪ শতাংশ ছাড়। অন্যদিকে প্রযুক্তি পণ্যের পরিবেশক গ্যাজেট গ্যাং নির্দিষ্ট কিছু মডেলের স্মার্টফোন ও ট্যাবের ওপর ৪ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে।
মোবাইল ব্র্যান্ড ওকাপিয়াও তাদের পণ্যে ডিসকাউন্ট অফার ঘোষণা করেছে। এছাড়া মেলা উপলক্ষে দেশীয় ব্যান্ড ও পরিবেশক প্রতিষ্ঠান বিভিন্ন ছাড় ও অফার ঘোষণা করেছে। আর ক্রেতারা ছাড় ও অফারের সুযোগ নিয়ে পছন্দসই প্রযুক্তি পণ্য কিনছেন।
দেশীয় প্রথম ল্যাপটপ ব্র্যান্ড ‘দোয়েল’ প্রতিটি ল্যাপটপে বাজার মূল্য থেকে ১ হাজার টাকা ছাড় দিচ্ছে। মেলায় মাত্র ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে দোয়েলের ৮ জিবি পেনড্রাইভ। এছাড়া মেলা উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছে উই ফোন।
আরএম/আরএস/এমএস