ফটিকছড়িতে আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯ এএম, ০৬ মার্চ ২০১৬

চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক অগ্নিকাণ্ডে বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার লেলাং ও ভূজপুরে এ ঘটনা ঘটে।

এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা পূলক কান্তি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামের শাহ আলম মার্কেটে শনিবার রাতে আগুন লাগে। খবর পেয়ে ফটিকছড়ি উপজেলায় ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আবু আহম্মদ নামে একজনের মুদি দোকান, মনোরঞ্জনের দুটি ফানির্চার দোকান, দিল মোহাম্মদ বাবুলের গাড়ির যন্ত্রাংশের দোকান, ওসমানের মুদি দোকান ও কয়েকটি বসতঘর পুড়ে যায়।

অপর অগ্নিকাণ্ডটি ঘটেছে উপজেলার ভূজপুর হরিনাকুল গ্রামে। স্থানীয় ব্যবসায়ী লোকমান সওদাগর জানান, রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে হাজী সামশুল আলম, নবীর হোসেন, ইউছুফ ও ইব্রাহিমের বসতঘর পুড়ে যায়।

ফটিকছড়ি ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জীবন মুছা/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।