মিরপুরে বৃষ্টি : হতাশায় ক্রিকেটপ্রেমীরা


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৬ মার্চ ২০১৬

আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা । কিন্তু বিধি বাম হয়ে দেখা দিয়েছেন। কিন্তু খেলা্ শুরুর আগেই বৃষ্টি বাগড়া দিয়েছে মিরপুরে। অার এই বৃষ্টির কারণে অনাকাঙ্খিত হতাশা ছেয়ে গেছে মিরপুর শেরে-ই -বাংলা স্টেডিয়ামে আগত ক্রিকেটপ্রেমীদের।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। আর সেই উত্তেজনা থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এলাকায় মানুষের ঢল নেমেছে। কিন্তু বৃষ্টি আশঙ্কায় তাদের উত্তেজনা অনেকটায় ভেস্তে দিচ্ছে।

এদিকে, বৃষ্টিকে প্রকৃতির খেলা বা নিয়মই হিসেবেই দেখছেন অনেকে। তারা বলছেন বৃষ্টির উপর কারো হাত নেই। প্রকৃতি যেমনটা চায় আমাদেরকেও সেটা মেনে নিতে হবে। তবে খারাপ লাগার কথা স্বীকার করেছেন সবাই।

এএস/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।