একটাই প্রশ্ন খেলা শুরু হবে তো


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৬ মার্চ ২০১৬

মৌসুমের আগাম কালবৈশাখী ঝড়, আর তার সঙ্গে তুমুল বৃষ্টিতে ভেস্তে যেতে বসেছে এশিয়া কাপের ফাইনাল। বৃষ্টির জোয়ারে দর্শকদের উচ্ছ্বাসে ভাটা তো পড়েছেই সেই সঙ্গে এখন শঙ্কা, শেষ পর্যন্ত খেলা শুরু হবে তো?

সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ-ভারতের মধ্যকার এ খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির বাগড়ায় নাত সোয়া ৮টায় এখনো মাঠে গড়ায়নি একটি বলও। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, রাত ৯টায় মাঠ পর্যবেক্ষণ করে আম্পায়ররা জানাবেন কখন খেলা শুরু হবে।

কভার থাকার কারণে উইকেট শুকনো রাখা সম্ভব হয়েছে। তবে, পুরো মাঠ ভেজা। সুতরাং, কিছুক্ষণ অপেক্ষা করতেই হচ্ছে দর্শকদের। তবে, মিরপুরের ড্রেনেজ ব্যবস্থা উন্নত হওয়ার কারণেই আশা জেগেছে, খেলা শুরু করা নিয়ে।

এএস/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।