টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বৃষ্টি শঙ্কা কাটিয়ে সাড়ে ৯টায় শুরু হচ্ছে খেলা। ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে টসও। টস জিতেছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার মানে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ।
উইকেটে আজ কোন ঘাস নেই। তবুও বাংলাদেশ খেলতে নেমেছে চার পেসার নিয়ে। আরাফাত সানিকে বসিয়ে নেয়া হয়েছে আবু হায়দার রনিকে। ব্যর্থ হতে থাকা মোহাম্মদ মিঠুনকেও বসিয়ে রাখা হলো। পরিবর্তে নেয়া হয়েছে নাসির হোসেনকে।
ভারতীয় দলেও এসেছে তিনটি পরিবর্তন। আরব আমিরাতের বিপক্ষে খেলা হরভজন সিং, পবন নেগি এবং ভুবনেশ্বর কুমার খেলেছিলেন। ফাইনালে তিনজনকেই বসিয়ে রাখা হয়েছে। তাদের পরিবর্তে খেলছেন নিয়মিত একাদশের আশিস নেহরা, রবিন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে ফেরানো হয়েছে একাদশে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাশরাফি বিন মর্তুজা, নাসির হোসেন, আল আমিন, আবু হায়দার, তাসকিন আহমেদ।
ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সুরেষ রায়না, যুবরাজ সিং, হার্দিক পাণ্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, জসপ্রিত বুমরাহ, আশিস নেহরা।
আইএইচএস/এবিএস