ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী দল
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে ইতোমধ্যেই ভারতের ধর্মশালা পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আজ (মঙ্গলবার) বিকাল ৩টা থেকে এ আসরের বাছাই পর্ব শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আগামীকাল (বুধবার)। পুরুষ দলের পাশাপাশি বাংলাদেশের নারী দলও অংশ নিচ্ছে বিশ্বকাপে। এ উদ্দেশ্যে বুধবার সকাল ১০টা ৫ মিনিটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে জাহানারারা। দিল্লি পৌঁছানোর পর ম্যাচ ভেন্যু ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে বিমানে উঠবেন নারী ক্রিকেটাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি ’গ্রুপে ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। উদ্বোধনী ম্যাচে ১৫ মার্চ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এরপর একই ভেন্যুতে ১৭ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। ২০ ও ২৪ মার্চ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
মূল পর্বে নামার আগে ১০ ও ১২ মার্চ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিবে বাংলাদেশ।
তবে পুরুষদলের মত বাংলাদেশ নারী দলকে বাছাই পর্বে অংশ নিতে হচ্ছেনা। গত বছর থাইল্যান্ডে এর আগেই বাছাই পর্ব খেলে মূল পর্বে জায়গা করে নিয়েছে জাহানারা-সালমারা।
আরটি/আইএইচ/পিআর