চুয়াডাঙায় ফেনসিডিলসহ সাংবাদিক আটক


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ১১ মার্চ ২০১৬

চুয়াডাঙা সদর উপজেলার আকন্দবাড়িয়া থেকে ফেনসিডিল ও প্রেস লেখা মোটরসাইকেলসহ সাংবাদিক সিরাজুল ইসলামকে (৩৩) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক সিরাজুল ইসলাম দামুড়হুদা উপজেলার দর্শনা আজমপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে এবং ঢাকা থেকে প্রকাশিত `দৈনিক জনবাণী` পত্রিকার চুয়াডাঙা প্রতিনিধি।
    
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বেগমপুর পুলিশ ফাড়ির ইনচার্জ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আকন্দবাড়িয়ায় টহল দেয়ার সময় দর্শনা ফিলিং স্টেশনের কাছে দর্শনাগামী একটি মোটরসাইকেলের গতিরোধ করে। পরে সিরাজুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করে। এরপর রাতেই তাকে মোটরসাইকেল ও ফেনসিডিলসহ চুয়াডাঙা সদর থানায় সোপর্দ করে।
    
চুয়াডাঙা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সিরাজুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

সালাউদ্দিন কাজল/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।