দক্ষিণ সিটিতে বসানো হবে ৫৭০০ ডাস্টবিন


প্রকাশিত: ০৪:৫২ এএম, ১১ মার্চ ২০১৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের ডাস্টবিনের সমস্যা রয়েছে। তবে সবার উদ্যোগে শহরটিকে পরিচ্ছন্ন রাখা সম্ভব। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চলতি মার্চ ও আগামী এপ্রিলের মধ্যে ৫ হাজার ৭ ডাস্টবিন বসানো হবে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা বলেন।

Sayeed

তিনি বলেন, চলতি মার্চ ও আগামী এপ্রিলের মধ্যে ৫ হাজার ৭ ডাস্টবিন বসানো হবে। প্রতি ওয়ার্ডে ১০০টি করে ডাস্টবিন বসানো হবে। আমরা আমাদের প্রতিদিনের উচ্ছিষ্ট কিংবা ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে নির্ধারিত ডাস্টবিনে ফেলবো।

বিশেষ অতিথির বক্তব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, শহরকে পরিষ্কার করতে হলে আগে আমাদের মনকে পরিচ্ছন্ন করতে হবে। আমরা প্রতিদিন পরিচ্ছন্নতার জন্য এক মিনিট ভাবি। একদিনে ৩৬৫ দিনের কথা ভাবলে আমাদের প্রত্যেকের উদ্যোগে শুধু ঢাকা কেন পুরো দেশ পরিচ্ছন্ন হওয়া সম্ভব।

আমরা উত্তাপ কম ছড়িয়ে আলো বেশি দিতে চাই। এজন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

anisul

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ২ যুগ পূর্তি উপলক্ষে এ জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য এম এ কাসেম, উপাচার্য ড. আতিকুল ইসলাম ও বিউটি পারসন বেনজীর আহমেদ। অনুষ্ঠানে কয়েকশ’ শিক্ষার্থীর অংশগ্রহণ করে।

জেইউ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।