রেকর্ড গড়ার অপেক্ষায় সাকিব


প্রকাশিত: ০৪:০৩ এএম, ১৩ মার্চ ২০১৬

সাকিব আল হাসান। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম।বিশ্বজুড়ে রয়েছে তার অসংখ্য ভক্ত। একদিকে ব্যাট হাতে প্রতিপক্ষের জন্য বিপদ সংকেত, অন্যদিকে বোলিং হাতে প্রতিক্ষের জন্য আতঙ্ক।

বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যাট ও বল হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। তবে তাই বলে আশা ছাড়েনি তার ভক্তরা। যে কোন সময় নিজের দক্ষতার পরিচয় দেবেন তিনি তেমন প্রত্যাশা সবারই।

আজ ওমানের বিপক্ষে বাছাই পর্বের অলিখিত ফাইনাল খেলবে বাংলাদেশ। আর এই ম্যাচে এক অনন্য রেকর্ড গড়ার হাতছানি বিশ্বসেরা এই অলরাউন্ডারের। কারণ আজকের ম্যাচটি সাকিবের টি-টোয়েন্টি ক্রিকেটের ৫০তম। আর এই ম্যাচে মাত্র ২১ রান করলেই ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান ৪৯ ম্যাচ খেলে করেছেন ৯৭৯ রান। তার ব্যাটিং স্ট্রাইক রেট ১২১.৪৬ এবং তার ব্যাটিং গড় ২২.৭৬।

অন্যদিকে ১ হাজার রানের এই মাইলফলক স্পর্শ করতে তামিম ইকবালের দরকার আর মাত্র ১১ রান। তামিম ইকবাল ৪৮ ম্যাচ খেলে করেছেন ৯৮৯ রান। তার ব্যাটিং স্ট্রাইক রেট ১১১.৮৭ এবং তার ব্যাটিং গড় ২২.৪৭।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।