বিশ্বকাপের পোস্টারে নেই ভারত
টি-টোয়েন্টে বিশ্বকাপের মূল পর্বের খেলা এখনো শুরু হয়নি। কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে বিতর্ক। আর সেই বিতর্ক শুরু করল খোদ আয়োজক দেশ ভারত।
অভিযোগ উঠেছে বিশ্বকাপকে কেন্দ্র করে আইসিসির পক্ষ থেকে ছাপানো পোস্টারে মাহেন্দ্র সিন ধোনির পোশাকে লেখা "ভারত" শব্দটি দেখা যাচ্ছে না। ডিজাইনারদের ভুলের কারণেই এমনটি ঘটেছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্যা মিরর পত্রিকা। ভারতের স্টেডিয়ামগুলোর বাইরে ও শহরের বিভিন্ন স্থানে পোস্টারটি টাঙ্গানো হয়েছে। আর তাতেই ক্ষোভে ফুঁসে উঠেছে ভারতের ক্রীড়াপ্রেমীরা।
আইসিসি বরাবর বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে জানিয়ে বিসিসিআই এর এক সদস্য বলেন, আইসিসির আয়োজক কমিটির ভুলেই এমন অনাকঙ্খিত ঘটনা ঘটেছে। আমরা পোস্টারটির পুনরায় সংস্করণের দাবি জানিয়েছি।
আরএ/এমআর/এমএস