ব্যারির ঘাড়ে কস্তার কামড়!


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১৩ মার্চ ২০১৬

ফুটবল ইতিহাসে রয়েছে নানা বিতর্কিত ঘটনা। এমনই এক বিতর্কের জন্ম দিয়েছিলেন লুইস সুয়ারেস। ২০১৪ ফিফা বিশ্বকাপে ইতালির রক্ষণভাগের খেলোয়াড় জর্জিও কিয়েলিনিকে কামড় দিয়েছিলেন তিনি। সেই কামড়কাণ্ডের দণ্ড হিসেবে তাকে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করার পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও করা হয়।

সেই কামকান্ডের পুনরাবৃত্তি ঘটালেন চেলসি স্ট্রাইকারের ডিয়েগো কস্তা। অভিযোগ উঠেছে এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ৮৪ মিনিটে একটা ফাউল নিয়ে হঠাৎ তর্ক শুরু হয় কস্তা-ব্যারির মধ্যে। একপর্যায়ে কামড়ে দেয়ার ভঙ্গিতে কস্তা তার মুখটা নিয়ে যান ব্যারির ঘাড়ে। আর তাতেই ঘটে বিপত্তি। সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখিয়ে দেন রেফারি। ফলে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

ম্যাচ শেষে কস্তা মেজাজ হারিয়ে ফেলার জন্য অনুতপ্ত জানিয়ে কামড় দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তবে হঠাৎ উত্তজিত হওয়ায় তিনি ক্ষমাও চেয়েছেন। কিন্তু ব্যারিকে কামড়ে দেননি বলেই তার দাবি।

তবে ব্যারির ঘাড়ের দিকে কস্তার মুখ নেয়ার দৃশ্যটি দেখে মনে তিনি কামড় দেয়া চেস্টা করছেন। কামড়ের অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তির মুখোমুখি হতে পারেন কস্তা।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।