আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৪ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন সংক্রান্ত কমিটির সদস্য ও ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করাসহ বিভিন্ন ইস্যু সভায় আলোচিত হয়েছে বলে জানা গেছে।

এএসএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।