কন্ডিশন এগিয়ে রাখবে বাংলাদেশকে


প্রকাশিত: ০৭:০১ এএম, ১৫ মার্চ ২০১৬

বাছাই পর্বে বাংলাদেশের খেলাটা অনেকের কাছে বিস্ময় জন্ম দিলেও সেই বাধা টপকে সুপার টেনে উঠে এসেছে বাংলাদেশ। মূল পর্বে বাংলাদেশের গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মূল পর্বের যাত্রা। আর এ পর্বে অন্য দলের জন্য বাংলাদেশকে আতংক হিসেবেই দেখছেন সাবেক অসি ওপেনার ম্যাথু হেডেন।    

বাংলাদেশকে টুর্নামেন্টের অন্য দলের জন্য আতংক আখ্যায়িত করে হেডেন বলেন, বাংলাদেশের বর্তমান দলটি টুর্নামেন্টের জন্য হুমকি স্বরূপ। ভারতের মত কন্ডিশনে খেলে তাদের অভিজ্ঞতা অনেক আর পাশাপাশি তারা ভালো ফর্মেও রয়েছে।

এশিয়া কাপে ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশে এসেছিলেন ম্যাথু হেডেন। খুব কাছ থেকে বাংলাদেশ দলের সাফল্যগুলো দেখেছেন। পাকিস্তান এবং শ্রীলংকার মত দলকে হারানোর সময়েও ধারাভাষ্যে বাংলাদেশের প্রশংসা করেছেন অহর্নিশ! ভারত এবং বাংলাদেশ পাশাপাশি হওয়াতে কন্ডিশনও অনেকটা একই থাকবে। এ কারণেই বাংলাদেশকে অন্যান্য দলের থেকে এগিয়ে রাখছেন এই ওপেনার।

আরআর/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।