আদিবাসী হত্যাকারীদের শাস্তির দাবি
আদিবাসী নারী ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
পাশাপাশি, এ পর্যন্ত সংগঠিত সব আদিবাসী হত্যা ও ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত করে বিচার আওতায় আনা এবং সব অঞ্চলে আদিবাসী নির্যাতন, ভূমিদখল, হত্যা, ধর্ষণ ও উচ্ছেদ বন্ধ করার দাবিও জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, দোষীদের বিচার ও শাস্তি না হওয়ার কারণে সমতলের আদিবাসীদের উপর নিপীড়ন, হত্যা, ধর্ষণ, হুমকি ও ভিটে মাটি দখলের ঘটনা বেড়েই চলেছে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৫টি ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ধর্ষণ ও তিনটি হত্যার ঘটনা।
তারা বলেন, বর্বরোচিত পাঁচটি ঘটনা দেশের দরিদ্র আদিবাসী নারী ও পুরুষের নিরাপত্তাহীনতার প্রমাণ করে। এসব ঘটনায় দোষীদের শাস্তি না হলে তারা পার রেয়ে যাবে এবং এমন ঘটনা ঘটতেই থাকবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হরেন্দ্রনাথ সিং, শীপন রবি দাস, তারিক হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসীরা।
এএস/জেএইচ/পিআর