জাহানারাদের সামনে ১৫৪ রানের লক্ষ্য
অধিনায়ক চারলট এডওয়ার্ডসের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশের মেয়েদের ১৫৪ রানের লক্ষ্য দিয়েছে ইংলিশরা। আগের ম্যাচে ভারতের কাছে হারায় টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে জাহানারাদের।
বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড দলের অধিনায়ক চারলট এডওয়ার্ডস। ব্যাটিংয়ে নেমে দুই ইংলিশ ওপেনার অধিনায়ক চারলট এডওয়ার্ডস ও টামি বিউমন্ট দারুণ শুরু এনে দেন।
দলীয় ৩৪ রানে বিউমন্টকে (১৮) সরাসরি বোল্ড করে ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা। এরপর সারাহ টেইলরকে নিয়ে দলের হাল ধরেন বিউমন্ট। তবে দলীয় ৭০ রানে টেইলরকে (৯) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন। এর দুই বল পরেই হেথার নাইটকে (১) ফিরিয়ে দারুণভাবে খেলায় ফিরে আসে বাংলাদেশ।
এরপর নাতালি স্কিভারকে নিয়ে দলের হাল ধরেন এডওয়ার্ডস। নাতালির সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ইংলিশ অধিনায়ক। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ করেন তিনি। ৫১ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন এ ইংলিশ ব্যাটসম্যান। এছাড়া স্কিভার ২২ বলে ২৭ রান করেন। বাংলাদেশের পক্ষে জাহানারা আলম ৩২ রান দিয়ে ৩টি উইকেট পান।
আরটি/একে/পিআর