ডিআরইউ ক্রীড়া উৎসব
পাঁচ পুরস্কার পেলেন জাগো নিউজের সাঈদ শিপন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩’-এ পাঁচটি পুরস্কার পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন। তিনটি ইভেন্টে তিনি প্রথম, একটিতে দ্বিতীয় এবং একটি তৃতীয় হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঈদ শিপন ও অন্য পুরস্কার বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিস, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং ক্রীড়া সংগঠক ও সাংবাদিক সেলিম নজরুল হক।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন রাসেল ও কিরণ শেখ।
প্রায় দুই মাসব্যাপী ডিআরইউ সদস্য (নারী ও পুরুষ) এবং সদস্য সন্তানদের নিয়ে এবারের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। ২৫টি ইভেন্টের মধ্যে এবারের আসরে পুরুষ সদস্যদের জন্য ছিল- দাবা, ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রিজ, কল ব্রিজ (একক), অ্যাথলেটিক্স (৪০০ ও ২০০ মিটার), গোলক নিক্ষেপ, টেবিল টেনিস (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক), সাঁতার, আর্চারি এবং শুটিং।
আরও পড়ুন: খেলাধুলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: ক্রীড়া প্রতিমন্ত্রী
অন্যদিকে নারী সদস্যদের ইভেন্টগুলোর মধ্যে ছিল- অ্যাথলেটিক্স, ক্যারম (একক ও দ্বৈত), লুডু, ব্যাডমিন্টন (একক), শুটিং এবং সাঁতার। আর সদস্য সন্তানদের ইভেন্ট ছিল- ১০০ ও ২০০ মিটার দৌড়। অনূর্ধ্ব-১০ বছর বয়সী ছেলে ও মেয়েরা ১০০ মিটারে এবং দশ বছরের বেশি বয়সী ছেলে ও মেয়েরা আলাদাভাবে ২০০ মিটারে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পুরুষ ইভেন্টগুলোর মধ্যে জাগো নিউজের সাঈদ শিপন ক্যারম একক ও দ্বৈত এবং কল ব্রিজে চ্যাম্পিয়ন হন। এছাড়া ব্যাডমিন্টনে দ্বিতীয় এবং দাবায় তৃতীয় হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, সাংবাদিকরা সবসময় এক ধরনের চাপের মধ্যে থেকে কাজ করেন। সেই চাপ থেকে মুক্ত থাকতে খেলাধুলার আয়োজনের মাধ্যমে মন ও শরীর চাঙ্গা রাখার দায়িত্ব পালন করছে ডিআরইউ।
জাহিদ আহসান রাসেল বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় দুস্থ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ ফাউন্ডেশনের সিডমানি ছিল ১৭ কোটি টাকা যা গত চার বছরে প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতায় বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি টাকার অধিক। এ সিডমানি থেকে খেলোয়াড়দের জন্য ক্রীড়া সম্মানি ভাতা চালু করা হয়েছে।
এছাড়া যেসব ক্রীড়াবিদ পড়াশোনা করছেন তাদের সহযোগিতার লক্ষ্যে প্রথমবারের মতো বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু করেছি। নতুন খেলোয়াড় তৈরিতে আগামী মাস থেকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি চালু করা হবে। প্রাথমিক পর্যায়সহ স্কুল ও কলেজে অধ্যয়নরত ৫০০ খেলোয়াড়কে এই সুবিধার আওতায় আনা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করবেন- বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
এমএএস/বিএ/এমএস