পাকিস্তান ছাড়লেন মোশাররফ


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ১৮ মার্চ ২০১৬

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সামরিক শাসক পারভেজ মোশাররফ দেশ ছেড়েছেন। শুক্রবার সকালে তিনি দুবাইয়ের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করেন। খবর ডন নিউজ।     

জানা গেছে, পাকিস্তানের সর্বোচ্চ আদালত মোশাররফের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার একদিন পর দেশ ছাড়লেন তিনি। মুলত চিকিৎসা নিতেই দুবাই গেছেন মোশাররফ।   

এর গত বুধবার মোশাররফের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে পাকিস্তান সরকারকে নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে দেশের বাইরে যাওয়ার সুযোগ পান তিনি।

মোশাররফের আইনজীবীরা বলেন,  মেরুদণ্ডের অসুখের জন্য তার জরুরি চিকিৎসা দরকার। ওই চিকিৎসা-সুবিধা পাকিস্তানে নেই।

তবে দেশ ছাড়ার আগে পাকিস্তানের সাবেক এ প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে থাকা সব মামলা লড়তে তিনি শিগগিরই দেশে ফিরবেন। তিনি আরো বলেন, আমি একজন কমান্ডো। আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে আমি দেশে ফিরব।

উল্লেখ্য, নির্বাচনে অংশ নিতে স্বেচ্ছা-নির্বাসন থেকে ২০১৩ সালে পাকিস্তানে ফেরেন মোশাররফ। তবে দেশে ফেরার পর তার দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। শেষ পর্যন্ত ওই নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। উল্টো বেশ কিছু মামলায় বিচারের মুখোমুখি হন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।