দেশে ফিরে যেতে হচ্ছে মালিঙ্গাকে


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৮ মার্চ ২০১৬

এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে বোলিং করার সময় ইনজুরিতে পড়েছিলেন শ্রীলংকার টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা। এরপর আর খেলায় ফেরা হয়নি তার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ফেরার বেশ সম্ভাবনা তৈরী হয়েছিল; কিন্তু সে আশাও নিরাশায় পরিণত হয়। কারণ, ইনজুরির দকল কাটিয়ে উঠতে পারেননি তিনি।

ভক্তদের জন্য চূড়ান্ত দু:সংবাদ হলো- এবারের বিশ্বকাপে আর খেলাই হচ্ছে না লাসিথ মালিঙ্গার। হাঁটুর ইনজুরির কারণে দেশে ফিরে যেতে হচ্ছে লংকান পেসারকে। শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচক কমিটি জানিয়েছে এ সিদ্ধান্ত।

জানা গেছে, মালিঙ্গার ইনজুরির বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছে দলের নির্বাচকদের। তাই তাকে কলম্বোতে পাঠিয়ে চিকিৎসা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে মালিঙ্গার জায়গায় কাকে বিশ্বকাপের দলে অন্তর্ভূক্ত করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

আরএ/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।