বাংলাদেশের পেসারদের প্রশংসায় মালিঙ্গা


প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৩ মার্চ ২০১৬

পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়ে দ্বিতীয়বারের মত এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ের মূল ভিত গড়ে দেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। প্রথম তিন ওভারে মাত্র দুই রান দিয়েছিলেন তিনি। মাঝে মাশরাফি, শেষ দিকে আল-আমিন হোসেনের বোলিং তোপে স্কোর বড় করতে পারেনি পাকিস্তান। ১২৯ রানে থেমে যায়। শেষ পর্যন্ত সৌম্য-মাহমুদউল্লাহর ব্যাটিং দৃঢ়তায় সহজেই জয় পায় মাশরাফিরা।

শুধু এ ম্যাচ নয় গত এক বছর ধরেই সামনে থেকে বাংলাদেশের জয়ে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি পেসাররা। প্রতিটি ম্যাচ এবং সিরিজ জয়ের গল্প লিখে দিচ্ছেন পোসররাই। সুতরাং, বাংলাদেশের পেসারদের উচ্ছ্বসিত প্রশংসা করলেন শ্রীলংকার টি-টোয়েন্টি অধিনায়ক এবং বর্তমান সময়ের অন্যতম পেস বোলার লাসিথ মালিঙ্গা।

বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে দলের অনুশীলনের ফাঁকে মালিঙ্গা বলেন, ‘বাংলাদেশের পেসাররা উন্নতি করছে। তারা ভালো ক্রিকেট খেলছে। যারা ভালো ক্রিকেট খেলবে, সেটা বলতেই হবে। তা সে বাংলাদেশ বা যে কোনো দেশেরই হোক না কেনো।’

টেস্ট ক্রিকেটে ঢোকার পর থেকেই বাংলাদেশে একাধিক স্পিন বোলার নিয়ে খেলত। সেই বাংলাদেশ এখন চার পেসার নিয়ে খেলে। এটাকে দলের দারুণ উন্নতি বলছেন মালিঙ্গা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এক সময় বাংলাদেশ দুই-তিনজন স্পিনার খেলাতো। আর এখন তারা চারজন পেসার নিয়ে মাঠে নেমে যাচ্ছে। এটাই প্রমাণ করে, তাদের পেসাররা ভালো করছে। আমি মনে করি, তাদের ভবিষ্যত উজ্জ্বল।’

বাংলাদেশেরর কন্ডিশনে পেসারদের পক্ষপাতিত্ব করা একজন অধিনায়কের অন্যতম দায়িত্ব মনে করেন মালিঙ্গা। তাদের সহয়তা করলে একদিন বাংলাদেশ সব সংস্করণেই সেরা হয়ে উঠবে বলে বিশ্বাস করেন এ লঙ্কান।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।