অধিনায়কত্ব ছেড়ে দিলেন মালিঙ্গা


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৭ মার্চ ২০১৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলংকান দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন লাসিথ মালিঙ্গা। তার পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার অধিনায়ক হিসাবে নিযুক্ত হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

আগামী ১৭ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে শ্রীলংকা। তার আগে খেলার জন্য সম্পূর্ণ ফিট হতে পারছেন না মালিঙ্গা। তাই অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে আসলেন তিনি।

গত বছর থেকেই ইনজুরিতে ভুগছেন শ্রীলংকার এই পেসার। এবারের এশিয়া কাপেও খেলছেন মাত্র একটি ম্যাচ। ওই ম্যাচের পর ইনজুরির কারণে আর মাটে নামতে পারেননি তিনি। মালিঙ্গার পরিবর্তে এশিয়া কাপে লংকান দলের নেতৃত্বে ছিলেন মাথিউজ।

গত সোমবার মালিঙ্গার পায়ে এমআরআই করা হয়। রিপোর্টে দেখা যায় বাঁ হাঁটুর বর্তমান অবস্থা খেলার উপযোগী নয়।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।