আমিরাতের কাছে বাংলাদেশের বড় হার


প্রকাশিত: ০৬:১৬ এএম, ১৯ মার্চ ২০১৬

রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামার আগে বড় এক ধাক্কা খেল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের প্রীতি ম্যাচে ৬-১ ব্যবধানে হেরে গেছে মরেনোর শিষ্যরা।   

শুক্রবার আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। একটু পরই জুয়েল রানার বাড়ানো বল থেকে জীবন গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান। ফলে ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফেরে স্বাগতিকদের আক্রমণের তোড়ে উড়ে যায় বাংলাদেশ। আর পাঁচ গোল হজম করে বড় হার নিয়ে মাঠ ছাড়ে জীবন-জুয়েলরা। আগামী ২৪ মার্চ জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ।

উল্লেখ্য, ‘বি’ গ্রুপে জর্ডান ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।