মালিঙ্গার পরিবর্তে শ্রীলংকা দলে ভানদারসে


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৯ মার্চ ২০১৬

শেষ পর্যন্ত ইনজুরির কাছেই হার মানতে হলো টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বলার মালিঙ্গাকে। পায়ের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই পেসার। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার জেফ্রি ভানদারসে। চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ১টি উইকেট পেয়েছেন ভানদারসে।

গত বছর জুলাইতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। এশিয়া কাপেও তিনি দলে ছিলেন কিন্তু কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

এর আগে এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইনজুরিতে পরেন লাসিথ মালিঙ্গা। এরপর এশিয়া কাপের আর কোন ম্যাচই খেলতে পারেননি তিনি। তারপরেও তাকে দলে রেখেছিল নির্বাচকরা। ইনজুরি থেকে মুক্ত হবেন এই আশায় দলের সাথে উড়ে গিয়েছিলেন ভারতে। কিন্তু ইনজুরি কেড়ে নিল মালিঙ্গার বিশ্বকাপ খেলার স্বপ্ন।

এদিকে ভানদারসে, সাচিত্রা সেনানায়েকে এবং ভানদারসেকে নিয়ে গড়া স্পিন এটাক বেশ শক্তিশালী হয়ে উঠবে বিপক্ষ দলের জন্য। ২১শে মার্চ শ্রীলংকা তাদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আরআর/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।