মাশরাফি ম্যাজিকের অভিজ্ঞতা কোন সমালোচকের নেই


প্রকাশিত: ১০:০৫ এএম, ২২ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হারের পর দলের অধিনায়ক মাশরাফির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। এমনকি দলে টাইগার দলপতির প্রয়োজনীয়তা নেই বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে তার এমন বক্তব্যের পর ফুঁসে উঠেছে বাংলাদেশের কোটি ক্রীড়াপ্রেমী। এ ক্ষেত্রে চুপ থাকেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির কর্ণধার নাফিসা কামাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে গাভাস্কারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘মাশরাফির ম্যাজিকের সম্পর্কে কোন সমালোচকের অভিজ্ঞতা নেই, তাই তারা দলে মাশরাফির জায়গা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে থেকে বলতে পারি, সেই ম্যাজিকটা আমি দেখেছি, অনুভব করেছি, বিশ্বাস করেছি, আর এর মধ্য দিয়েই চ্যাম্পিয়ন হয়েছি। আর এর পুরো কৃতীত্বটাই অধিনায়কের।’

নাফিসা কামাল বলেন, ‘বিপিএল-৩ এ সামান্য ইনজুরিতে থাকা মাশরাফিকে আমাদের বলা ছিল – আপনার একটাও বল করতে হবে না, ভুলেও পায়ে টেপ লাগাবেন না, ব্যাট ধরবেন না, শুধু মাঠে গিয়ে দাঁড়াবেন। আপনি দলকে নিয়ে মাঠে নামলেই আমরা সাহস পাবো। আর মাঠে সাহস পেলেই আমরা চ্যাম্পিয়ন। আর, তিনি সত্যি আমাদের কাপটা এনে দিয়েছিলেন।’

উল্লেখ্য বিপিএলের তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা।

আরএ/জেএই্চ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।