বাংলাদেশ-ভারত ম্যাচে ধারাভাষ্য দেবেন শাহরুখ


প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৩ মার্চ ২০১৬

বলিউডের সবচেয়ে সফল অভিনেতা শাহরুখ খান এবার ক্রিকেট ধারাভাষ্যে আসছেন। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ভারত-বাংলাদেশের ম্যাচেই মাইক্রোফোন হাতে তুলে নিচ্ছেন এ কিংবদন্তী অভিনেতা। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলার স্টারস্পোর্টসে প্রথম ৩০ মিনিট পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার, ভারতীয় কিংবদন্তী কপিল দেব ও সুনীল গাভাস্কারের সঙ্গে খেলার ধারাভাষ্য দেবেন তিনি। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় পত্রিকা মুম্বাই মিরর ও দ্য হিন্দুস্থান টাইমস।

ভারতীয় এই অভিনেতা অনেক আগের থেকেই ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত।। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। দু’বার আইপিএলের শিরোপাও জিতেছে তার দল কেকেআর। কিছুদিন আগেই শাহরুখ দল কিনেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল)। এবার ফ্রাঞ্চাইজি লিগের গণ্ডি ছাড়িয়ে জাতীয় পর্যায়ে নিজেকে সম্পৃক্ত করছেন এ অভিনেতা।

কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সদস্য বাংলাদেশ ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই সাকিবদের বিপক্ষে নিজের দেশের খেলায় বাড়তি উদ্যম আনতেই ধারাভাষ্যে আসছেন বলিউড বাদশাহ।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।