অবসরের কোন চিন্তাই নেই আফ্রিদির!


প্রকাশিত: ১২:০২ পিএম, ২৫ মার্চ ২০১৬

ভারতের বিপক্ষে হারের পরই গুঞ্জন শোনা যাচ্ছিল আফ্রিদি হয়তো এই বিশ্বকাপের পরেই ক্রিকেট থেকে অবসর নেবেন; কিন্তু সব জ্বল্পনা-কল্পনাকে উড়িয়ে দিয়ে আফ্রিদি জানিয়ে দিলেন, অবসর নিয়ে তার কোন চিন্তাই নেই! অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টেনের শেষ ম্যাচে আজ মোহালিতে মাঠে নেমেছে পাকিস্তান।

তিন ম্যাচের মাত্র একটিতে জিতে টুর্নামেন্ট থেকে বিদায়ের আশংকা জাগিয়ে তুলেছে আফ্রিদির দল। তাই অসিদের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই তাদের সামনে। যদিও অসিরা তাদের সামনে ১৯১ রানের বিশাল এক স্কোর দাঁড় করিয়ে দিয়েছে। এই রান তাড়া করে জিততে পারবে কি না পাকিস্তান, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

ভারতের বিপক্ষে ইডেনে হারার পরেই পাকিস্তানের সর্বত্র শোনা যাচ্ছিল বিশ্বকাপের পরেই হয়তো অবসর নেবেন আফ্রিদি। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খানও বলেছিলেন, ‘আফ্রিদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই দল থেকে ছাঁটাই করা হবে।’

আফ্রিদি দল থেকে বাদ গেলে ঠিকই অবসর নিয়ে নিতো সেই চিন্তায় ঘি ঢেলে দিয়ে আফ্রিদি অসিদের বিপক্ষে টস করতে নেমে বললেন, ‘আমি এখনো অবসর নিয়ে ভাবতেছি না। আমার ইচ্ছা দেশের সবার সামনে অবসর নেবো।’

আরআর/আইএইচএস /এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।