দলের সাথে দেশে ফিরছেন না আফ্রিদি


প্রকাশিত: ০৭:৩১ এএম, ২৭ মার্চ ২০১৬

অষ্ট্রেলিয়ার কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। ফলে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে আফ্রিদি বাহিনীকে। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে ভারত ছাড়ে পাকিস্তান ক্রিকেট দল। তবে আফ্রিদি দুবাইয়ে দু`দিন অবস্থান করবেন। তাই দলের সাথে দেশে ফিরছেন না তিনি।

এরআগে অষ্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন খেলোয়াড় হিসেবে আমি যোগ্য, কিন্তু একজন অধিনায়ক হিসেবে আমি যোগ্য নই। ধারনা করা হচ্ছে, দুবাইয়ে থেকেই অধিনায়ক হিসেবে নিজের পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আফ্রিদি। আর এ জন্যেই দলের সাথে দেশে ফিরছেন না তিনি।

এ ছাড়াও দেশে ফিরলেই পাকিস্তান দলের কোচ ও অধিনায়কের সাথে বৈঠকে বসবে সে দেশের ক্রিকেট বোর্ড। ফলে আপাতত সেই বৈঠক এড়িয়ে যেতে চাইছেন তিনি এমনটাই মত বোর্ড সংশ্লিষ্টদের।

এদিকে লাহোর এবং করাচিতে ক্ষোভের মুখে পড়তে পারে পাক খেলোয়াড়রা। এমন শঙ্কার সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।