ইনজুরিতে তামিম, বিশ্বকাপ নিয়ে সংশয়


প্রকাশিত: ০২:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৪

আসন্ন বিশ্বকাপের আগে মাথা চারা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের ইনজুরি। ফলে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে সংশয়ের মধ্যে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতোমধ্যে বেশ কছিুদিন ধরে ভোগা তামিমের বাঁ-হাটুর ইনজুরির মাত্রা কিছুটা বেড়ে যাওয়ায় সেখানে এমআর আই স্ক্যান করানো হয়েছে বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক ডা: দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, তামিমের বাঁ হাটুতে স্বল্পমাত্রার ‘মেনিস কাট’ ইনজুরি ধরা পড়েছে। এ সংক্রান্ত কাগজপত্র বিচার বিশ্লেষণ করার জন্য ইতোমধ্যে অস্ট্রেলিয়ার চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে।

আগামীকাল মঙ্গলবার অথবা বুধবারের মধ্য তাদের পরামর্শ পাওয়া যাবে বলে জানান দেবাশীষ। বড় দিনের ছুটির কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তারপরও যথাসময়ে আমরা তাদের (অস্ট্রেলীয় চিকিৎসকদের) মতামত পাব বলে আশা করছি।

তামিমের ইনজুরিটি খুব বেশি গুরুতর নয় উল্লেখ করে দেবাশীষ বলেন, তিনি স্বাভাবিক চলা ফেরা করতে পারছেন। ব্যাটিংয়েও সাবলিল রয়েছেন। তবে শতভাগ ফিটনেসে নেই।

ইতোমধ্যে এই ইনজুরি নিয়েই তিনি ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করেছেন বলে জানান বিসিবি’র ওই চিকিৎসক। তিনি বলেন, আমরা সতর্কতার সঙ্গে তাকে পর্যবেক্ষণে রেখেছি। তার ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। আগামীতে ঘরোয়া টুর্ণামেন্টে অংশগ্রহণের ব্যাপারেও এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে অস্ট্রেলিয়ার ডাক্তারদের মতামত পর্যালোচনার পর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।