ম্যানইউ ছাড়ছেন ফ্যালকাও


প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৫ মে ২০১৫

স্থায়ী চুক্তি না করায় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন দলের তারকা খেলোয়াড় রাদামেল ফ্যালকাও। গত মৌসুমে আট মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে এক বছরের ধারে ম্যানইউতে পাড়ি জমান ফ্যালকাও।

শর্ত অনুযায়ী ভালো পারফরম্যান্স করতে পারলে তার সঙ্গে রেড ডেভিলসদের স্থায়ী চুক্তি করার সুযোগ ছিল। কিন্তু, সাবেক অ্যাতলেতিকো মাদ্রিদ তারকা এ মৌসুমে ২৯ ম্যাচে করেছেন মাত্র চার গোল। আর এতেই ম্যানইউর কোচ লুইস ফন গালের আস্থা হারান।

ম্যানইউ ওয়েবসাইটে ফন গান উল্লেখ করেন,  ফ্যালকাও একজন শীর্ষ পর্যায়ের পেশাদার খেলোয়াড়। সে ভালো মানুষও বটে। ক্লাব ও আমার পক্ষ থেকে তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো।

এমআর/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।