জাতীয় চিড়িয়াখানার পূর্ণাঙ্গ সংস্কার দরকার: প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ৩০ জুলাই ২০২৫

জাতীয় চিড়িয়াখানার অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘শুনেছি বছরের পর বছর ধরে পশুগুলোর সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। এটি হৃদয়বিদারক। এমনকী তাদের খাবারও চুরি হয়। এটা অমানবিক। চিড়িয়াখানার একটি পূর্ণাঙ্গ সংস্কার দরকার।

বুধবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

দেশের পশু চিকিৎসাকেন্দ্রগুলো আধুনিকায়নের ওপরও জোর দেওয়া কথা জানিয়ে তিনি বলেন, অনেক কেন্দ্রই পুরোনো হয়ে গেছে। কিছু তো কার্যকরই নয়। এগুলোকে খামারি ও পোষাপ্রাণি মালিকদের জন্য প্রকৃত সহায়তা কেন্দ্রে পরিণত করতে হবে।’

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং একাধিক মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

এমইউ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।