এশিয়া কাপের বেভারেজ পার্টনার ফ্রেশ


প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ-২০১৬ এর গোল্ড স্পন্সর ও বেভারেজ পার্টনার হয়েছে ফ্রেশ। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অন্যতম সেরা এ কোমল পানীয় এর আগেও ক্রিকেটের সঙ্গে নানাভাবে যুক্ত ছিল।

এদিকে এশিয়া কাপের টাইটেল স্পন্সর হয়েছে মাইক্রোম্যাক্স ইনফরমেটিক লিমিটেড। টুর্নামেন্টটির এগারোতম আসরের নাম রাখা হয়েছে ‘মাইক্রোম্যাক্স টি-২০ এশিয়া কাপ ২০১৬’।

আগামী ২৪ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পর্দা উঠবে এশিয়া কাপের। ৬ ফেব্রুয়ারি গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে এ আসরের পর্দা নামবে। তবে এর আগে ১৯ ফেব্রুয়ারি থেকে নারায়গঞ্জের ফতুল্লায় শুরু হয়ে যাবে সহযোগী চার দেশ নিয়ে বাছাই পর্ব।

মূল পর্বে ওঠার লড়াইয়ে সহযোগী চার দেশ হচ্ছে আফগানিস্তান, হংকং, আরব আমিরাত এবং ওমান। বাছাই পর্বে শীর্ষে থাকা দল ও এশিয়ার চার টেস্ট দল (ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ) মোট পাঁচ দল নিয়ে ২৪ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে মূল এশিয়া কাপের লড়াই।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।