একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান


প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীতে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেছেন, আধুনিক ও যুগপোযুগি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।
 
বুধবার দুপুরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর “কর্নেল অব দি রেজিমেন্ট” অভিষেক ও দরবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এনডিসি, পিএসসি অনুষ্ঠানস্থলে এসে পোঁছালে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সেনাবাহিনী প্রধানকে “রেজিমেন্ট অব দি মিলিনিয়াম” খ্যাত বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্টের “৪থ কর্নেল অব দি রেজিমেন্ট” হিসেবে অভিষিক্ত করা হয়।

শাহরিয়ার অনতু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।