নারী দিবসে নারী পরিচালিত বিশেষ ফ্লাইট


প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৫ মার্চ ২০১৬

৮ মার্চ বিশ্ব নারী দিবস। নারী দিবসকে সামনে রেখে একটি বিশেষ ফ্লাইটের ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া। ওই ফ্লাইটে পুরো  বিমানের দায়িত্বে থাকবেন নারীরা।

বিশেষ বিমানটিতে পাইলটসহ মোট ১৪ জন ক্রু থাকবেন। এরা সবাই নারী। নারী ক্রুদের দ্বারা পরিচালিত বিমানটি ৬ মার্চ নয়াদিল্লি রওনা হয়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে পৌঁছাবে। এর দু`দিন পর ৮ মার্চ নারী দিবসের দিন দেশে ফিরবে বিমানটি।

নারী দিবসের দিনে অভ্যন্তরীণ রুটেও নারীদের পরিচালিত একটি বিমান উড্ডয়নের পরিকল্পনা করেছে এয়ার ইন্ডিয়া। ৮ মার্চের ওই বিশেষ ফ্লাইটে বিমানের ২০ ক্রুর সবাই থাকবেন নারী।  

এয়ার ইন্ডিয়ার উর্ধ্বতন কর্মকর্তা আশ্বনি লোহানি এধরনের কার্যক্রমকে ঐতিহাসিক এবং নারীদের ক্ষমতায়নের প্রতীক বলে উল্লেখ করেছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।