ডিএসইতে পাঁচ কার্যদিবসের সর্বনিম্ন লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে সূচক কমে ২৯ পয়েন্ট এবং লেনদেন কমেছে ৬৪ কোটি টাকা। অন্যদিকে সিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন পরিমান।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০২ কোটি ৫২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২৬৬ কোটি ৯৬ লাখ টাকার। সেই হিসেবে লেনদেন কমেছে ৬৪ কোটি ৪৪ লাখ টাকা। এর আগে গত ১৪ ডিসেম্বর ২০০ কোটি টাকা লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ব্রড ইনডেক্স ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে। লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। ডিএসইতে মোট ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬২ পয়েন্টে। সিএসইতে মোট ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার। এদিকে সিএসই লেনদেনের ওপর কমিশন চার্জ কমানো কারণে লেনদেন বেড়েছে। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭০ কোটি ৬০ লাখ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২২ কোটি ২৯ লাখ টাকা।