বৃষ্টিতে ইয়ারবাড ভালো রাখতে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৪ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত

বর্তমান ডিজিটাল যুগে ইয়ারবাড বা ওয়্যারলেস হেডফোন হয়ে উঠেছে নিত্যদিনের সঙ্গী। গান শোনা, ফোন কল, কিংবা ভিডিও কনফারেন্স-সব ক্ষেত্রেই ইয়ারবাড ব্যবহৃত হয়। তবে বর্ষাকালে বৃষ্টির কারণে এসব ডিভাইস সহজেই নষ্ট হয়ে যেতে পারে।

ইয়ারবাডে থাকে সংবেদনশীল সার্কিট ও স্পিকার ইউনিট, যা পানি বা আর্দ্রতার সংস্পর্শে এলে শর্টসার্কিট, স্পিকার ড্যামেজ, ব্যাটারি সমস্যা, এমনকি সম্পূর্ণভাবে অকেজো হয়ে যেতে পারে। বৃষ্টির পানিতে থাকা ধুলো ও দূষিত পদার্থও ডিভাইসের ক্ষতি করতে পারে।

বৃষ্টির দিনে ইয়ারবাড ব্যবহারে সতর্কতা জরুরি, কারণ অল্প পানিতেই দারুণ ক্ষতি হতে পারে। যতটা সম্ভব ওয়াটারপ্রুফ ডিভাইস বেছে নিন এবং ব্যবহারে সচেতন হোন। আর ভিজে গেলে তাৎক্ষণিকভাবে শুকিয়ে সঠিক যত্ন নিলে অনেক সময় ডিভাইস রক্ষা পায়। বৃষ্টিকে উপভোগ করুন, তবে প্রযুক্তির সঙ্গেও থাকুন নিরাপদে।

বৃষ্টিতে ইয়ারবাড ভালো রাখতে করণীয়

১. ওয়াটারপ্রুফ রেটিং পরীক্ষা করুন

ইয়ারবাড কেনার সময় আইপি (ইনগ্রেস প্রোটেকশন) রেটিং দেখে কিনুন। আইপিএক্স৪ মানে পানি ছিটা প্রতিরোধ করতে পারবে। আইপিএক্স৭ বা আইপিএক্স৮ মানে সাময়িকভাবে পানিতে ডুবেও কাজ করবে (নির্দিষ্ট সময় ও গভীরতায়)। যদি আপনার ইয়ারবাড আইপি রেটেড না হয়, তাহলে বর্ষাকালে ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

২. ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করুন

ইয়ারবাড রাখার কেস যদি ওয়াটারপ্রুফ হয়, তাহলে সেটা বৃষ্টিতে কিছুটা সুরক্ষা দিতে পারে। বাজারে স্পেশাল ওয়াটারপ্রুফ ইয়ারবাড কেস পাওয়া যায়, যা সিল করা থাকে এবং পানিরোধক।

৩. ছাতা ব্যবহার বা মাথা ঢেকে রাখুন

বৃষ্টির সময় বাইরে চলাফেরার সময় ছাতা বা হুডি ব্যবহার করুন যাতে ইয়ারবাড ভেজে না যায়। সরাসরি বৃষ্টিতে ইয়ারবাড ব্যবহার না করাই উত্তম।

৪. ইয়ারবাড ব্যবহারের পর ভালোভাবে মুছে ফেলুন

যদি ইয়ারবাড একটু ভিজেও যায়, সঙ্গে সঙ্গে নরম শুকনা কাপড় বা মাইক্রোফাইবার দিয়ে মুছে ফেলুন। কখনোই হেয়ার ড্রায়ার বা গরম কিছু ব্যবহার করবেন না। এতে সার্কিট ড্যামেজ হতে পারে।

৫. সিলিকা জেল ব্যবহার করুন

ইয়ারবাড কেস বা ব্যাগে সিলিকা জেল রাখলে অতিরিক্ত আর্দ্রতা শুষে নিতে সাহায্য করে। বৃষ্টির দিনে ইয়ারবাড ব্যবহার শেষে তা কেসে রেখে সঙ্গে সিলিকা জেল দিন।

৬. ওয়্যারলেস কানেকশন অফ রাখুন

ভেজা অবস্থায় ব্লুটুথ কানেকশন চালু থাকলে সার্কিট ড্যামেজের সম্ভাবনা বাড়ে। তাই প্রয়োজনে কানেকশন অফ রাখুন।

সে কাজগুলো করবেন না
>> ভেজা হাতে ইয়ারবাড স্পর্শ করবেন না।
>> ভেজা অবস্থায় চার্জ দেওয়া যাবে না।
>> কানে ইয়ারবাড দিয়ে বৃষ্টির মধ্যে দৌড় বা সাইকেল চালানো নিরাপদ নয়। শুধু যে পানিতে ক্ষতি হবে তাই নয়, বরং দুর্ঘটনার ঝুঁকিও থাকে।

আরও পড়ুন

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।