আইফোন ১৮-তে যেসব চমক থাকতে পারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২১ জানুয়ারি ২০২৬
আইফোন ১৮ প্রো আসতে পারে বার্গেন্ডি, ব্রাউন ও পার্পল রঙে। ছবি:এআই

বাজারে এখনো আইফোন ১৭ সিরিজের আলোচনা পুরোপুরি থামেনি। অফিসিয়াল লঞ্চেও সময় আছে যথেষ্ট। তবুও প্রযুক্তিপ্রেমীদের নজর এরই মধ্যে চলে গেছে আইফোন ১৮ প্রো নিয়ে। নতুন এই আইফোন ঘিরে প্রতিদিনই সামনে আসছে নানান জল্পনা-কল্পনা ও ফাঁস হওয়া তথ্য। সম্প্রতি একজন জনপ্রিয় অ্যাপল টিপস্টার এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যা আইফোন ১৮ সিরিজকে নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

আইফোন ১৮ প্রো সংক্রান্ত বেশ কিছু তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্রন্ট পেজ টেক থেকে। চ্যানেলটির হোস্ট জন প্রোসার তার ভিডিওতে ফোনটির সম্ভাব্য ডিজাইন, ডিসপ্লে ও ক্যামেরা সেটআপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার দাবি অনুযায়ী, অ্যাপল এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে হাঁটতে পারে।

তার তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রোতে আর আগের মতো প্রশস্ত ডায়নামিক আইল্যান্ড দেখা যাবে না। তার বদলে থাকতে পারে একটি পাঞ্চ-হোল কাটআউট। আগের গুজবেও এই বিষয়টি উঠে এসেছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো অ্যাপল নাকি ডিসপ্লের নিচে থাকা ফেস আইডি সেন্সর সরিয়ে ফেলার প্রযুক্তিতে বড় সাফল্য পেয়েছে। যদি সত্যি হয়, তাহলে এটি অ্যাপলের ডিজাইন ইতিহাসে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে।

প্রোসারের মতে, আইফোন ১৮ প্রো দেখতে খুব বেশি আলাদা না হলেও আইফোন ১৭ প্রো সিরিজের তুলনায় আরও রুচিসম্মত হবে। নতুন করে সাজানো ক্যামেরা আইল্যান্ড ডিজাইন আবারও এই সিরিজে জায়গা পেতে পারে, যা ফোনটিকে আরও প্রিমিয়াম লুক দেবে।

নতুন প্রো সিরিজে ব্যবহার হতে পারে এ২০ প্রো চিপসেট, যা আগের তুলনায় আরও শক্তিশালী ও স্মার্ট হবে।
এআই ফিচার আরও ভালোভাবে চালানোর জন্য ফোনটিতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এছাড়া দ্রুত ইন্টারনেট ও স্থিতিশীল কানেকশনের জন্য অ্যাপল তাদের নতুন সি২ মডেম যুক্ত করতে পারে বলে গুঞ্জন রয়েছে।

ক্যামেরা বিভাগেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। গুজব বলছে, অ্যাপল প্রথমবারের মতো ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম আনতে পারে। এই ফিচার এরই মধ্যে অন্যান্য অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে দেখা গেছে, যা আলোর ওপর আরও ভালো নিয়ন্ত্রণ এনে দেয়।

আইফোন ১৮ প্রো লঞ্চ হতে পারে একাধিক নতুন রঙে। ফাঁস হওয়া ভিডিওতে বার্গেন্ডি, ব্রাউন ও পার্পল রঙের উল্লেখ রয়েছে। আগের একটি ফাঁস হওয়া তথ্যে এই রংগুলোর ইঙ্গিত মিলেছিল, যা থেকে ধারণা করা হচ্ছে অ্যাপল আবারও তাদের প্রো সিরিজের রঙের প্যালেটে পরিবর্তন আনতে পারে।

তবে মনে রাখতে হবে, এসব তথ্যই এখনো গুজবের ওপর ভিত্তি করে। আইফোন ১৮ প্রো তো দূরের কথা, অ্যাপলের সম্ভাব্য আইফোন ফোল্ড বাজারে আসতেও এখনো অনেক সময় বাকি। তাই অফিসিয়াল ঘোষণার আগে এই তথ্যগুলোকে চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না।

আরও পড়ুন
আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে কেন ভালো ছবি ওঠে
সস্তায় আইফোনের চেয়েও ভালো ৩ ফোন

সূত্র: গিজমোরচায়না

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।